পৃথিবীতে মানুষ চেনা বড় দায়! আসলে কথাটা সত্যি,
যেমন আপনি একজন সরকারী প্রতিষ্ঠানের দক্ষতা অফিসার কিংবা একজন কোনট্রাক্টর আপনাকে চেনার উপায় আছে, কারণ আপনি অফিসার মানুষ আপনার হাতে অনেক কাজ থাকে সারাক্ষণ,
আর একজন কোনট্রাক্টর চেনার উপায় আছে সে প্রতিনিহিত রাস্তা বা বড় বড় বাড়ি তৈরিতে লোক নিয়ে কাজ করাতে থাকে,
এতে দুজনের দুরকম কাজ করে দুজনকেই চেনা বড় দায়, ভাবেনতো দুজনকে খুব দরকারি কিনা আসলো কিছু না কিছু কাজে তাদেরকে দরকার হয়।
যেমন ধরুন আপনি আপনার একটা জমির কেছে আছে এখন কি করবেন হাত গুটিয়ে বসে থাকবেন নিশ্চয়ই নাহ! কেননা আপনি আগে ভালো দেখে একজন দক্ষ মূহুরি বেছে নিবেন, কারণ আপনি জানেন যে আপনার কষ্টের মহা মূল্যবান সম্পদ না হলে হারাতে বসেছেন, যখন আপনি আপনার সমস্থ কথা মূহুরিকে খুলে বলবেন তারপর আপনার সাথে যে কথা বলবে আপনার জমির কাগজপতি ঠিকঠাক আছে কিনা সেটা জানবে, যদি ভুল থাকলে তা সংশোধন করতে বলবে আপনি হয়তো ভালো লেখা পড়া পারেনা বলে আপনার কাগজ পরে নিবেন নিজের লোকের কাছে, সে পড়ে নিয়ে দেখছে ঠিক আছে আর যে নিজের লোকটি আপনারকে বলো তোমার একটা দাগে ভুল আছে,
আপনি জানেন কি আপনার কাছে লোকটি আপনার অনেক বড় ক্ষতি করতে পারে আপনি বুঝতে পারবেনা আপনাকে ভুল ভাল বুঝিয়ে তার নামে করতে পারে,
তখন বলবে মূহুরি শুনছে কম এখন আমি কি করবো বলো আমার তো কোনো দোষ নাই যাকরা মূহুরি তুমিও ভালো জানে আমি জানি না,
কারণ আপনার নিজের বিশ্বাস্থ লোকে অনেক বড় ক্ষতি করতে পারে, আর অনেক লোভ আর ওনের সম্পত্তির অত্তঃসদ্য করার, সে মূহুরিকে আগেই টাকা দিয়ে হাত করে রাখছে অতঃপর মানুষটা কিছুঁই জানেনা আর সেই মানুষটা জমির শোখে পাগল হয়ে যায়,
আর অতঃপর লোভী মানুষটা যে মানুষকে ঠোকালো সে বুঝলোনা তার দুঃখ আসলেই মানুষ এতটা লোভে নিচে নামে,
যে মানুষটি জমির জন্য পাগল হলো তার জমিটি বাড়ির বানানোর জন্য একটি ভাল যায়গা ছিলো রাস্তার পাশে অনেক সুন্দর ছিলো,
আর জমিটি মূল্য অনেক হারে তাই লোকটি ঠোকাল জমির জন্য! আর সে ভাবল মনে মনে সে যায়গায় বাড়ি বানাবে যায়, সে একজন বড় এক কোনট্রাক্টর ঠিক করলো এবং বাড়ির বানানো কাজ শুরু করে দিল আর এই দিকে যে মানুষটা পাগল হলো তার কথা কেউ শুনেনা, আর ওই মানুষটাকে সবাই পাগল বলে ভাবতে লাগল আসলেই মানুষটা ভাবতে পারলনা তার সাথে এতো কিছুঁই ঘটে যাবে, তা সে ভাবতে ভাবতেই রাস্তায় পার হতে এক্সসিটেন হয়ে মারা যায়।
আর এইদিকে লোভি মানুষটি বাড়ির ডিজাইন পুরো বিদেশি ইসটাইলের বিদেশি ঠাঁই টাইস সুইমিং পুল পুরো রাজকীয়, তার জীবনের এই প্রথম বাড়ির স্বপ্ন পুরো হল। আর যে কোনট্রাক্টর ছিল সে তার চেয়ে বড় ব্যাটপার সে কোনো কাজ নিলে বাড়ি বানাতে টাকা খরচ করাতো বেশি বেশি,
আসলে কোনট্রাক্টর কে লোভি মানুষটি চিনতে পারেনি, কারণ লোভি মানুষটি যেমন অসহায় মানুষের ঠোঁকাতো তমনি কোনট্রাক্টর ও যেখানে যে পরিমাণে সিমেন্ট লাগত সে বেশি ভাগ মেরে খাইতো, যখন বাড়ির কাজ শেষ হয়ে গেছে বাড়িওলা বেনপাটি আতসবাজি বৌমা ফুটিয়ে বাড়ি উদ্ভোদন করলো,
এইদিকে বেশ কিছুদিন হল সব কিছু ঠিকঠাকে ভালোই চলছিল তার দিন, বাড়ি বানিয়ে আরামে কাটাছিল মাস কয়েক হতে না হতে ভূমিকম্প হয়ে আর সে-ই ভূমিকম্পে বাড়িওলা বাড়িতে চাপা পরে মারা যায়। আসলেই যার লোভ ছিল বেশিই তাই বড়রা বলে= ওতি লোভে তাতি নষ্ট!
আসলেই মানুষ জাইয় করে কখনোই ভেবেচিন্তে কাজ করেনা অর্থ লোভে লভি হয়ে দুনিয়ার মাতাল হয়ে যায়, কারণ টাকায় মানুষকে লোভ করেনা মানুষ টাকার লোভে পাগল।
কাউকে ঠোঁকানো বা কারো সম্পত্তির হস্তান্তর করার লোভলালোসতা না করাই উত্তম, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য সহযোগিতার করতে হয়, কেউ আবার বিপদে পড়লে তার দুর্বলতার সুজুক বা দূর্বল পয়েন্টে আঘাত করে এবং তার সমস্ত কিছু হাতিয়ে নেয়ার ধান্দায় থাকে।
আসলেই ভেবে দেখেছেন কি? আপনি অনের জন্য গত করবেন আর সেই গতেই ঠিক নিজেই পরবেন এইটাই বাস্তব।